লঞ্চ হবে itel A80 স্মার্টফোন- সস্তা ফোনে পাওয়া যাবে দারুণ স্পেসিফিকেশন



 আইটেল

তাদের  এ  সিরিজের নতুন ফোনে কাজ করছে এবং এই ফোনটি itel A80 নামে লঞ্চ করা হবে। এই ফোনটিও একটি লো বাজেট ডিভাইস হবে এবং ফোনটি গত বছর লঞ্চ হওয়া itel A70 এর আপগ্রেডেড ভার্সন হিসেবে পেশ করা হবে। আপকামিং আইটেল এ80 ফোনটি গুগল প্লে কনসোলে লিস্টেড হয়েছে- এই লিস্টিং সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।


itel A80 ফোনের গুগল প্লে কনসোল লিস্টিং



আইটেল এ80 ফোনটি গুগল প্লে কনসোলে itel-A671LC মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।

লিস্টিং অনুযায়ী এই মোবাইলে 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T603 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে।

itel A80 ফোনটি 3GB RAM সহ লিস্টেড করা হয়েছে। তবে এই ফোনটি একাধিক RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

গুগল প্লে কনসোল অনুযায়ী এই আপকামিং আইটেল স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম Android 14 সহ লঞ্চ করা হবে।

এই ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন এবং 320 পিপিআই পিক্সেল ডেনসিটি সহ HD+ স্ক্রিন থাকবে বলে লিস্টিং থেকে জানা গেছে।



Post a Comment

Previous Post Next Post