প্রবল ঘূর্ণিঝড় হতে পারে ‘দানা’, বাংলাদেশের ঝুঁকি কোথায়

 প্রবল ঘূর্ণিঝড় হতে পারে ‘দানা’, বাংলাদেশের ঝুঁকি কোথায়


বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘দানা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে ইতিমধ্যে দেশের চার বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।


আজ বুধবার দুপরে এর আগে দেওয়া ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত নামিয়ে নতুন এ সংকেত জানানো হয়।


আবহাওয়াবিদেরা বলছেন, এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ‘দানা’র যে গতিপ্রকৃতি, তাতে এর আছড়ে পড়ার সম্ভাব্য এলাকা ভারতের ওডিশার উপকূল। এর প্রভাব পড়তে পারে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় জেলা খুলনা ও বরিশালের বিভিন্ন এলাকায়। যদিও ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আঘাত হানতে পারে, তা নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।


আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা ঘূর্ণিঝড় দানা আরও পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে এগিয়েছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পূর্বে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে এগোতে পারে এবং ঘণীভূত হতে পারে।

আবহাওয়ার বার্তায় বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটাররের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা, ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

আজ দুপুরে দেওয়া ভারতীয় আবহাওয়া দপ্তরের বার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় বেলা একটার দিকে ওডিশার প্যারাদ্বীপ থেকে ৫৩০ কিলোমিটার দূরে ছিল। আর পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে। আগামীকাল বৃহস্পতিবার রাত বা পরদিন শুক্রবার ভোরের কোন এক সময়ে এটি ওডিশার ভিতরকনিকা থেকে ধামারা বন্দর এলাকা অতিক্রম করতে পারে। অতিক্রম করার সময় এর বাতাসের গতিবেগ থাকতে পারে ১০০ থেকে ১১০ কিলোমিটার। এটি সর্বোচ্চ ১২০ কিলোমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে।

গভীর নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় ‘দানা’, কোথায় আঘাত হানতে পারে

বাংলাদেশের ঝুঁকি কোথায়

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ বিকেলে প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত ঘূর্ণিঝড় দানার যে গতিবিধি, তাতে এটি ভারতের ওডিশা উপকূলমুখী। ধামারা বন্দরের দিকেই এটি উপকূল অতিক্রম করতে পারে।

বাংলাদেশের উপকূল থেকে অনেকটা দূরে হলেও দানা নিয়ে ঝুঁকি কোথায়, এর উত্তরে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড়টির অতিক্রম করার যে এলাকা, সেখান থেকে বাংলাদেশের উপকূল ডান দিকে। আর ডান দিকে থাকার কারণে বাংলাদেশের উপকূলে এর প্রভাব থাকবে অপেক্ষাকৃত বেশি। বাঁ দিকে থাকলে সাধারণত কম থাকে।

এর আগে ২০২২ সালের ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের সন্দ্বীপ উপকূল অতিক্রম করে। সে সময় এর গতিপথের ডান দিকেই ছিল বাংলাদেশের উপকূল।

ঘূর্ণিঝড় অতিক্রমের সময় এর ওপরের বাতাসের গতিবেগ ও ভূপৃষ্ঠের গতির পার্থক্য বেশি থাকলে এর শক্তি কম হয়। তবে পার্থক্য কম থাকলে শক্তি বেশি হয়।

আবুল কালাম মল্লিক বলেন, দানা যদি উপকূল অতিক্রম করার জন্য দীর্ঘ সময় নেয়, তবে এর প্রভাবও দীর্ঘ সময় ধরে অনুভূত হবে। আবার বাতাসের গতিবেগ তখন কেমন আছে, তার ওপরও বাংলাদেশের উপকূলে এর সম্ভাব্য প্রভাব নির্ভর করবে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

পরিবেশ থেকে আরও পড়ুন

প্রাকৃতিক দুর্যোগ

ঘূর্ণিঝড় দানা

আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া

পরিবেশ অধিদপ্তর

ঘূর্ণিঝড়

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আরও পড়ুন

চকরিয়ায় নতুন আশ্রয়কেন্দ্র, দুর্যোগে আশ্রয় নিতে পারবে দুই হাজার পরিবার

১৪ ঘণ্টা আগে

ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় বরিশালে প্রস্তুত ৫৪১ আশ্রয়কেন্দ্র

১৫ ঘণ্টা আগে

ঘূর্ণিঝড় ‘দানা’ পশ্চিমবঙ্গে আঘাত হানবে কাল রাতে, ট্রেন চলাচল ১৪ ঘণ্টা বন্ধ

১৭ ঘণ্টা আগে

ঘূর্ণিঝড় ‘দানা’ আঘাত হানতে পারে কখন

১৭ ঘণ্টা আগে

ফ্লোরিডার পশ্চিম উপকূলে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়ল হারিকেন মিল্টন

১০ অক্টোবর ২০২৪

শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যা

০৭ অক্টোবর ২০২৪

পানির নিচে ময়মনসিংহের ধোবাউড়ার মানুষ

০৬ অক্টোবর ২০২৪

জামালপুর ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি

০৬ অক্টোবর ২০২৪

নাগরিক সংবাদকিশোর আলোবিজ্ঞানচিন্তাপ্রথম আলো ট্রাস্টবন্ধুসভাচিরন্তন ১৯৭১ইপেপারপ্রথমামোবাইল ভ্যাস

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

প্রথম আলোবিজ্ঞাপনসার্কুলেশনশর্তাবলি ও নীতিমালাগোপনীয়তা নীতিযোগাযোগ

স্বত্ব © ১৯৯৮-২০২৪ প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান

প্রথম আলোর নিউজ এলার্ট পেতে চান?



আবহাওয়ার বার্তায় বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটাররের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

Post a Comment

Previous Post Next Post